"> আসছে নতুন আইফোন – Nurunnaby Chowdhury

আসছে নতুন আইফোন

প্রতিবছরের মতো এবারও সময় হয়েছে অ্যাপলের বার্ষিক আয়োজনের যেখানে ঘোষণা আসে অ্যাপলের সর্বশেষ নতুন নতুন পণ্যের। চলতি বছর এ আয়োজনটি অনুষ্ঠিত হবে আগামী ১৩ অক্টোবর। স্থানীয় সময় সকাল ১০টায় অ্যাপলের অনুষ্ঠান শুরু হবে।

এ আয়োজনেই নতুন গত কয়েক বছর ধরেই ধারাবাহিক ভাবে নতুন আইফোনসহ অ্যাপলের অন্যান্য পণ্যের ঘোষণা দিচ্ছে অ্যাপল। আর তাই প্রযুক্তিপ্রেমীদের কাছে অ্যাপলের বার্ষিক এ ইভেন্টটির গুরুত্বও বেশ। বিশেষ করে অ্যাপল প্রেমীরা অপেক্ষায় থাকেন বার্ষিক এ আয়োজনটির জন্য।

অ্যাপলের এ বছরের আয়োজনে ধারনা করা হচ্ছে ঘোষণা আসবে নতুন  আইফোন ১২ সিরিজের। এ সিরিজের একাধিক আইফোন থাকবে এবার। তবে শুধু আইফোনই নয়, এবার স্মার্ট স্পিকার, ম্যাকবুকসহ বেশ কিছু নতুন পণ্যের ঘোষণাও আসতে পারে।  যদিও বরাবরের মতোই অ্যাপল এ বিষয়ে আনুষ্ঠানিক কিছু জানায়নি।

তবে বিভিন্ন মাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী এবার আইফোন ১২ সিরিজে ৪টি স্মার্টফোনের ঘোষণা আসতে পারে।  যার মধ্যে থাকবে আইফোন ১২ প্রো ম্যাক্স, আইফোন ১২ প্রো, আইফোন ১২ ম্যাক্স ও আইফোন ১২ মিনি। এ চারটি আইফোনের মধ্যে একমাত্র আইফোন ১২ প্রো ম্যাক্স হবে পঞ্চম প্রজন্মের প্রযুক্তি সুবিধা ফাইভ-জি সাপোর্টেড। এছাড়া চারটি আইফোনের মধ্যে আকারে সবচেয়ে ছোট হবে আইফোন ১২ মিনি।

অ্যাপল ইভেন্টের আমন্ত্রণপত্র

পাশাপাশি অ্যাপল অনেকদিন ধরেই স্মার্ট স্পিকারের কোনও উন্নত সংস্করণ বাজারে আনার ঘোষণা দেয়নি। তাই এবার অ্যাপলের প্রচলিত হোমপডের নতুন সংস্করণের ঘোষণা আসতে পারে বলে ধারণা করা হচ্ছে। পাশাপাশি অ্যাপলের নিজস্ব এআরএম চিপের নতুন ম্যাকবুকের ঘোষণাও আসতে পারে এবারের আয়োজনে।

অন্যান্য বছরে অ্যাপল নতুন আইফোনের ঘোষণা সবসময়ই সেপ্টেম্বর মাসেই দিয়েছে। তবে এবার বিশ্বখ্যাত এ প্রযুক্তি পণ্য নির্মাতা প্রতিষ্ঠানটি করোনাভাইরাসের মহামারির কারণে নতুন আইফোন উন্মোচনের ঘোষণা এক মাস পেছানো হয়েছে।

এখন অপেক্ষা মাত্র একদিনের। ১৩ অক্টোবরেই জানা যাবে অ্যাপলের নতুন কি কি পণ্য অপেক্ষা করছে বাজারে আসার।

Leave a Reply