"> কম্পিউটারের কিছু শর্টকার্ট কি… – Nurunnaby Chowdhury

কম্পিউটারের কিছু শর্টকার্ট কি…

আমাদের যাদের নিয়মিত কম্পিউটার কিংবা ল্যাপটপে নানা ধরনের কাজ প্রতিনিয়ত করতে হয় তাদের শর্টকার্ট কি খুবই প্রয়োজন হয়। বিশেষ করে আপনি যদি প্রতিদিনই নির্দিষ্ট কাজ করেন তাহলে আপনার শর্টকার্ট কি সে কাজটিকে দ্রুত করে দিতে পারে। বর্তমান সময়ে আমাদের যারাই নিয়মিত কম্পিউটার বা ল্যাপটপ ব্যবহার করি তারাই চাই যে কাজগুলো নিয়মিত করি সেগুলো যাতে দ্রুত হয়। যেমন ধরুন আপনি খুব দ্রুত টাইপ করতে পারেন। এখন যখন আপনি দ্রুত টাইপ করতে থাকেন তখন কিন্তু বারবার মাউস দিয়ে ক্লিক করে কোন কাজ করতে গেলে বিরক্তি চলে আসতে পারে। এসব ক্ষেত্রে আপনি যদি কিবোর্ড থেকেই শর্টকার্ট কি ব্যবহার করেন তাহলে দেখা যাবে খুব দ্রুতই আপনার কাজ এগিয়ে চলছে। আমাদের নিয়মিত কম্পিউটারের কাজে লাগে এমন কিছু শর্টকার্ট কি আপনাদের জন্য নীচে দেওয়া হলো।

Alt + Tab: সু্‌ইচ ছাড়া এপ্লিকেশন খোলা
Alt + Esc: সুইচ ছাড়া টাস্কবারের কাজ
F2: আইকনের নাম পরিবর্তন
F3: ডেস্কটপে কিছু খোজা
F4: ব্রাউজিং অবস্থায় ড্রাইভ খোলা
F5: কন্টেন্ট রিফ্রেস করা
Alt + Print Screen: চলতি প্রোগ্রামের স্ক্রিন শট নেয়া
Ctrl + Alt + Del: উইন্ডোজের টাস্কম্যানেজার আনা
Ctrl + Esc: স্টার্ট ম্যানু খোলা
Alt + F4: চলতি প্রোগ্রাম বন্ধ করা
Alt + Enter: ড্রাইভের প্রোপ্রাটিজ খোলা
Shift + F10: ডান মাউসের সিলেক্ট করা আইটেম খোলা
Shift + Del: ফাইল পুরোপুরি মুছে ফেলা
Ctrl + F4: প্রোগ্রামের উইন্ডো বন্ধ করা
Alt + F: চলতি প্রোগ্রামের ফাইল ম্যানু খোলা
Alt + E: চলতি প্রোগ্রামের এডিট ম্যানু খোল
F1: সকল প্রোগ্রামের জন্য সাহায্য
Shift + Home: বর্তমান অবস্থান কে শুরু থেকে হাইলাইট করা
Shift + End: বর্তমান অবস্থান কে শেষ থেকে হাইলাইট করা
Ctrl + f: একসাথে একটি শব্দ বামে নেয়া
Ctrl + g: একসাথে একটি শব্দ ডানে নেয়া

Leave a Reply